চিত্র ১
আমাদের এডিটিং এর বিষয়ঃ কাজের বানানো প্লেইন এডিট এর মাধ্মে আগুনের এফেক্ট দেওয়া।
এডিটিং এর জন্ন আমাদের জেগুলা লাগবেঃ
১। একটি কাগজের প্লেইন এর ছবি
২। পিচআরট প্রিমিয়াম
৩। এডবি লাইটরুম প্রিমিয়াম
৪। যেকোনো কনফিগারেসন এর ফোন
>আমাদের অনেক সাব্ধানতার সাথে এডিটিং করতে হবে<
এডিটিং প্রসেসঃ
* আমাদের একটি কাগজের বানানো প্লেইন এর একটি ছবি তুলে নিতে হবে।
*তারপর পিচআরট এ ইম্পরট করে দিতে হবে ।
*রিমভ আইকন এ ক্লিক করে অপ্রয়োজনীয় পাড়ট মুছে দিতে হবে
* তারপর আগুনের কিছু পিএঞ্জি এড করে দিতে হবে ।
* তারপর ভালোভাবে আগুনের পিএঞ্জি ভালো করে প্লেইস্মেন্ট করে নিতে হবে।
* তারপর স্টিকার অপ্সন থেকে ধোয়ার স্টিকার এড করে নিতে হবে ।
* এবং সেইটাকেও ভালো ভাবে প্লেইস্মেন্ট করে নিতে হবে।
* তার পর সব ঠিকঠাক করে সেভ করে নিতে হবে।
*এরপর আমাদের এডবি লাইট্রুম ওপেন করে সেভ করা ছবিটিকে আবার ইম্পরট করে দিতে হবে।
/* এবং আমাদের মন মতো কালার গ্রেডিং করে নিতে হবে।
*** আমাদের এদিটিং শেশ ***