চিত্র ১
এডিটিং করার জন্য আমাদের যে যে জিনিস গুলো মূলত প্রয়োজন হবে :
১. চিত্র ১ এর মত শিশির যুক্ত পাতার ছবি
২. যেকোনো ধরনের ইন্টারনেট কানেকশন
৩. এডোবি লাইট ট্রুম প্রিমিয়াম অ্যাপ্লিকেশন
৪. মোটামুটি মানের এন্ড্রয়েড কিংবা আই ওএস ডিভাইস
সতর্কবাণী :
আমাদেরকে খুবই সতর্কের সাথে এডিটিং করতে হবে ।
নয়তো ছবির মান খারাপ হওয়া সম্ভব না আছে।
এবং অবশ্যই ইন্টারনেট কানেকশনটি অন রাখতে হবে।
এডিটিং প্রসেস :
১ম ধাপ: এডোবি লাইট রুম প্রিমিয়াম অ্যাপ্লিকেশনটি ওপেন করতে হবে।
২য় ধাপ: আমাদের কাঙ্খিত ছবিটি ইমপোর্ট করে দিতে হবে।
৩য় ধাপ: আমাদের প্রয়োজন মতো ছবিটিকে ক্রপ করে নিতে হবে।
৪র্থ ধাপ: এরপর আমাদেরকে মাস্কিং টুলস এ ক্লিক দিতে হবে।
৫ম ধাপ: মাস্কিং টুলে ক্লিক দেওয়ার পর ব্রাশ টুল সিলেক্ট করে নিতে হবে।
৬ঠ ধাপ: ব্রাশ টুল দিয়ে যেকোনো দুই তিনটি শিশিরের কনাকে সিলেক্ট করে নিতে হবে।
৭ম ধাপ: এরপর আমাদের কি কালার সিলেক্ট করে নিতে হবে এবং লাইটিং এডজাস্টমেন্ট করে নিতে হবে।
৮ম ধাপ: আবার অপর পাশের দুই তিনটি শিশির কণাকে ব্রাশ টুল দিয়ে সিলেক্ট করে নিতে হবে।
৯ম ধাপ: আবারও আমাদেরকে রং এবং লাইটিং কন্ডিশন এডজাস্টমেন্ট করে নিতে হবে।
১০ম ধাপ: এরপর আমরা কালার অপশনে গিয়ে আমাদের মন মত কালারকেডিং করে নিতে হবে।
১১ ধাপ: শেয়ার অপশনে ক্লিক দিয়ে ডিভাইসে সেভ করে নিতে হবে